বড়লেখার ৭নং খাসিয়া পুঞ্জিতে  শিশুদের মাঝে ত্রাণ বিতরণ

August 31, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার ৭নং খাসিয়া পুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিও সংস্থা কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প’র আওতায় ২০৬ জন শিশুর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ আগস্ট রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রজেক্টভুক্ত শিশুদের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবান, মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান। ত্রাণ বিতরণের আলোচনা সভায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রকল্প চেয়ারম্যান প্রবীনসন সুচিয়াংয়ের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা টারজেন পাপাংয়ের পরিচালনায় স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, মাধব ও ৭ নং খাসিয়া পুঞ্জির মন্ত্রী ওয়ানবর লংডঃ গিরি, সাবেক ইউপি মেম্বার ডেভিট পাপাং, পাথারিয়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শ্রমিক নেতা মোহন রিকমুন, প্রকল্পের সহসভাপতি পাইলট মারলিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com