বড়লেখায় আগুনে গবাদিপশু পুড়ে কৃষকের ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

আব্দুর রব॥ বড়লেখায় গোয়ালঘরের অগ্নিকান্ডে তিনটি গরুসহ গবাদিপশু পুড়ে কৃষকের ৪ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ১৪ আগস্ট শুক্রবার মধ্যরাতে উপজেলার মুদৎপুর গ্রামের কৃষক ফারুক আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে গোয়ালঘরে অগ্নিকান্ডের সুত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় হাকালুকি হাওরপাড়ের দরিদ্র কৃষক ফারুক আহমদের গোয়ালঘরে আগুন লাগে। রাত তিনটার দিকে প্রতিবেশীরা আগুনের লেলিহান শিখা দেখে ফারুকে ডাকাডাকি করেন। তাদের ডাকাডাকি শুনে তিনি ঘুম থেকে উঠে দেখেন তার গোয়ালঘরটি আগুনে সম্পূর্ণ ভস্মিভুত হয়ে গেছে। গোয়ালে থাকা তিনটি গরু ও ৫৫টি হাঁস-মোরগ পুড়ে মারা গেছে।
কৃষক ফারুক আহমদ জানান, জানা মতে তার সাথে কারো কোন শত্রুতা নেই, আবার গোয়ালঘরে আগুন লাগারও সুযোগ নেই। অগ্নিকান্ডের কারণ খোজে পাচ্ছেন না। আকস্মিক আগুনে তিনটি গরু ও ৫৫টি হাঁস-মোরগ পুড়ে প্রায় ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে। এগুলোই তার সম্ভল ছিল। এখন পথে বসার উপক্রম।
বড়লেখা ফায়ার স্টেশনের কর্মকর্তা অনুপ কুমার সিংহ জানান, অগ্নিকান্ডের সময় তাদের কেউ জানায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন