বড়লেখায় চাঞ্চল্যকর আলম হত্যা মামলার জামিনপ্রাপ্ত প্রধান আসামী চোলাই মদসহ গ্রেপ্তার

আব্দুর রব॥ বড়লেখার সীমান্তবর্তী শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ উত্তর শাহবাজপুর ইউপির কালিকাবাড়ি চা বাগান এলাকা থেকে ১৪ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণসহ ২ মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আটকের পর পরদিন বুধবার দূপুরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কালিকাবাড়ি চা বাগানের বর্জনাথ রবি দাসের ছেলে বাংলা মদ ব্যবসায়ী সন্তোস রবি দাস (৩৪) ও সায়পুর গ্রামের মনু মিয়ার ছেলে কাজল মিয়া (৫৫)। কাজল বড়লেখার চাঞ্চল্যকর আইনজীবি সহকারী আলম হোসেন আলম হত্যা মামলার জামিনে থাকা প্রধান আসামী। মঙ্গলবার ছিল আলম হত্যাকান্ডের ৪র্থ বার্ষিকী। এ দিন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি সহকারী শেডে সহকর্মীরা আলমের মৃত্যুবার্ষিকীর স্মরণ সভার আয়োজন করেছিল। আর এদিন আলমের হত্যাকারী কাজল মদপান করে দিনটি স্মরনীয় রাখতে গিয়ে পুলিশের খাচায় বন্দি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে এসআই রতন কুমার হাওলাদার ও এএসআই তাজুল ইসলামসহ একদল পুলিশ উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কালিকাবাড়ি চা বাগানে অভিযান চালিয়ে মদ ব্যবসায়ী সন্তোস রবি দাস ও কাজল মিয়াকে আটক করেন। এ সময় সন্তোস রবি দাসের বসত ঘর থেকে ১৪ লিটার চোলাই মদ, মদ তৈরির বিভিন্ন উপকরণ ও কাঁচামাল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আটককৃত সন্তোস রবি দাস দীর্ঘদিন থেকে তার বসত ঘরে মদ তৈরি করে আসছিলেন। সেখানে বিভিন্ন এলাকার মাদকসেবীরা মাদক সেবন করতে যায়। আটককৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন