বড়লেখায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
January 5, 2023,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ৪ জানুয়ারি দুপুরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ প্রমুখ।
মন্তব্য করুন