বড়লেখায় ট্রাফিক পুলিশের উদ্যোগে পরিবহণ চালকদের প্রশিক্ষণ কর্মশালা

December 3, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে রোববার ২ ডিসেম্বর দুপুরে অটোরিকশা (সিএনজি) পরিবহণ চালক ও হেল্পারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেছে বড়লেখা মধ্যবাজার অটোরিকশা (সিএনজি) ষ্ট্যান্ড কমিটি।

ট্রাফিক সাব-ইন্সপেক্টর সাইদুল ইসলামের সভাপতিত্বে ও পরিবহণ শ্রমিক নেতা উস্তার আলীর পরিচালনায় মধ্যবাজারের পৌর সুপার মার্কেটে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার আব্দুল আহাদ, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, সাংবাদিক তপন কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন মধ্যবাজার অটোরিকশা (সিএনজি) ষ্ট্যান্ড কমিটির সভাপতি সুমন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাফিক এটিএসআই ফেরদৌস আলম, পরিবহণ শ্রমিক নেতা এনাম উদ্দিন, ইসলাম উদ্দিন, টুনু মিয়া, নুরুল ইসলাম, জয়নাল উদ্দিন প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com