বড়লেখায় নিখোঁজের ৮দিন পর প্রতিবন্ধী যুবককে উদ্ধার

August 30, 2021,

আব্দুর রব॥ মৌলভীবাজারের বড়লেখা থেকে নিখোঁজের ৮দিন পর সিলেটের জগন্নাথপুর পৌরশহর থেকে উদ্ধার করা হয়েছে বুদ্ধি ও বাক প্রতিবন্ধী যুবক রেজাউল হক রেজাকে। ২২ আগষ্ট সকালে সে নিখোঁজ হয়। রেজাউল উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চরিয়া গ্রামের সাবেক সেনা সদস্য মৃত ফয়জুল হকের কনিষ্ট ছেলে। সোমবার সন্ধ্যায় বুদ্ধিপ্রতিবন্ধী ছোটভাইকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এমরানুল হক বাবু।
বড়লেখা থানার ২৮ আগষ্টের ১২১৬ নম্বর জিডি ও নিখোঁজ প্রতিবন্ধী যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী রেজাউল হক রেজা ২২ আগষ্ট সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি। আত্মীয়-স্বজনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ নিখোঁজ প্রতিবন্ধী রেজার (২১) সন্ধান চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই ২৯ আগষ্ট সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার এক ব্যবসায়ী তাকে নিজের দোকানে রেখে স্বজনদের সাথে যোগাযোগ করেন।
বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী রেজাউল হক রেজার বড়ভাই এমরানুল হক বাবু জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের বদান্যতায় জগন্নাথপুর পৌরসভার এক ব্যবসায়ী রোববার বিকেলে তাকে উদ্ধার করে আমাদেরকে খবর দেন। তিনিসহ স্বজনরা রাতেই সেখানে গিয়ে রেজাকে সনাক্ত করেন এবং সোমবার সকালে বাড়ি নিয়ে আসেন। ভাইকে খোঁজে পাওয়ার বিষয়টি তিনি বড়লেখা থানা পুলিশকে অবহিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com