বড়লেখায় বিপি দিবসে আনন্দ  র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান  ও পরিবেশ রক্ষার শপথ

February 23, 2021,

আব্দুর রব ‘এই প্রজন্ম দিচ্ছে ডাক, পরিবেশের শত্রু নিপাত যাক’, ‘প্লাস্টিক মুক্ত পরিবেশ, নির্মল মাটি সুস্থ্য দেশ’ এরকম নানা স্লোগানে বড়লেখায় সোমবার স্কাউটের জনক লর্ড ব্যাডেন পাওয়েলের (বিপি) ১৬৪ তম জন্মবার্ষিকী ও বিশ^ স্কাউট দিবস পালন করা হয়েছে।

বড়লেখা দুর্বার মুক্ত স্কাউট দল এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে বড়লেখা পৌর শহরে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরশহর প্রদক্ষীণ শেষে স্থানীয় মস্তকিন আলী ম্যানশনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দুর্বার মুক্ত স্কাউট দলের গ্রুপ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। দুর্বার মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার তৌফিকুল ইসলাম আবিরের সঞ্চালনায় বিপির জন্মবার্ষিকী ও বিশ^ স্কাউট দিবসে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শিক্ষক রিয়াজুল ইসলাম, দুর্বার মুক্ত স্কাউট দলের সম্পাদক শিক্ষক লুৎফর রহমান চুন্নু, সাবেক জেলা স্কাউট লিডার মো. গিয়াস উদ্দিন, উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, সাবেক কাব লিডার সামছুল ইসলাম, এমইস’র পরিচালক স্কাউট আব্দুল মজিদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা পৃথিবীটা যে স্থানে আছে তা থেকে আরও সুন্দর করার মাধ্যমে লর্ড ব্যাডেন পাওয়েলকে স্মরণ করার সর্বোত্তম মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সবাই পরিবেশ রক্ষার শপথ নেন। এরপর কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com