বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড

October 1, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় মদ খেয়ে মাতলামি করায় দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। ৩০ সেপ্টেম্বর বুধবার দিবাগত ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার মহদিকোনা গ্রামের মৃত আলিফ হোসেনের ছেলে আব্দুল হামিদ সরকার (৩৫) ও পৌরসভার হাটবন্দ এলাকার মৃত আলা উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৫)।

পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে বড়লেখা সরকারি কলেজের পাশে মদ খেয়ে আব্দুল হামিদ ও জাকির হোসেন মাতলামি করছিলেন। খবর পেয়ে থানার এসআই মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাদের দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান তাদের দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বড়লেখা থানার এসআই মো. শরীফ উদ্দিন বৃহস্পতিবার দুপুরে জানান, দন্ডপ্রাপ্তদের সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com