বড়লেখায় মে দিবস পালিত
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় মহান মে দিবস পালন উপলক্ষে ১ মে সোমবার উপজেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আহিদের সভাপতিত্বে পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপনের সঞ্চালনায় আহমদ ম্যানশনের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা শ্রমিক নেতা আবুল হোসেন, আব্দুল মতিন, সবুজ আহমদ, নজির আহমদ প্রমুখ।
মন্তব্য করুন