বড়লেখায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

October 21, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শতাধিক দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে সিলেট বিবেক নামক স্বেচ্ছাসেবক সংগঠন। মঙ্গলবার বিকেলে বড়লেখা পৌর শহরের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহালে অনুষ্ঠিত বস্ত্রবিতরণের সভায় সভাপতিত্ব করেন বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত।

ডা. মুক্তা লাল বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিবেকের সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। প্রধান বক্তা ছিলেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস।

স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও বড়লেখা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার পাল। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিলেট বিবেকের সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, কোষাধ্যক্ষ অধ্যাপক অনবীর রায় ও সহ কোষাধ্যক্ষ এপেক্সিয়ান জ্ঞানেন্দ্রে ধর রুমু, নির্বাহী সদস্য স্বপন পাল চৌধুরী ও নিরঞ্জন চন্দ্র চন্দ, সিলেট বিবেকের আজীবন সদস্য ডা. প্রণব কুমার দলপতি, আজীবন সদস্য ব্যবসায়ী শশাংক দত্ত রাজু, আজীবন সদস্য ব্যবসায়ী উজ্জ্বল ঘোষ, ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহালের সভাপতি কৃপাসিন্ধু দত্ত প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com