বড়লেখায় শিক্ষার মানোন্নয়ন সভায় উপ-সচিব জহুরুল ভাল ফলাফল অর্জনে শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকদের সমন্বয় ঘটাতে হবে
বড়লেখা প্রতিনিধি॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো: জহুরুল ইসলাম রোহেল বলেছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভাল ফলাফল অর্জন করতে হলে শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকদের মধ্যে সমন্বয় ঘটাতে হবে। তবেই আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। তিনি ২ মে সোমবার দুপুরে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
স্কুল পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি শামীম আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান শিক্ষক শাহ আলম ও সমাজসেবক এম সামছুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্কুল কমিটির সাবেক সভাপতি ইমান উদ্দিন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান আজাদ, সাংবাদিক আব্দুর রব, গজভাগ সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আপ্তাব আলী, পৃথিশ কৃষ্ণ পাল শ্যামল, আব্দুস সহিদ মুক্তা, অভিভাবক সদস্য সয়েফ উদ্দিন রেনু, আব্দুল বাছিত, আব্দুল হক, আব্দুল লতিফ, আব্দুস সহিদ, ব্যবসায়ী জহিরুল ইসলাম, কাতার প্রবাসী তাহিদুল ইসলাম।
মন্তব্য করুন