বড়লেখায় সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা

October 27, 2021,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার সদর ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের সূচনা প্রকল্পের পূর্বনির্ধারিত তিন বছর মেয়াদী পুষ্টি বিষয়ক কর্মসুচির মেয়াদ ৩১ ডিসেম্বর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রকল্প সংশ্লিষ্টদের উদ্যোগে ‘অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী’ সভা বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন সূচনা প্রকল্পের জেলা মৎস্য বিশেষজ্ঞ (ডিএফএস) মাহবুবুল আলম মিয়া। স্বাগত বক্তব্য দেন সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ।
সূচনার পুষ্টি কর্মকর্তা আল আমিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, উপসহকারি কৃষি কর্মকর্তা বিপুল কান্তি দাস, উপজেলা পরিবার রিকল্পনা পরিদর্শক প্রীতম কান্তি দে, ইউপি সদস্য ফয়সল আলম স্বপন, সৈয়দ লুৎফুর রহমান, সূচনার সফল উপকারভোগী মাহমুদা আক্তার, নিপা বেগম, রিজু আক্তার প্রমুখ।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের মা ও শিশুদের অপুষ্টি-খর্বাকৃতি কমাতে ২০১৯ সালে বড়লেখা সদর ইউনিয়নে সিএনআরএসের সূচনা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। অপুষ্টি চক্র প্রতিরোধে বড়লেখা সদর ইউনিয়নের প্রায় ১২৬৯ জন উপকারভোগী নারী-পুরুষকে মাছ চাষ, গবাদি পশু পালন ও শাকসবজি উৎপাদনে প্রশিক্ষণসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com