বড়লেখায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে যাত্রী পরিবহনের দায়ে জরিমানা

আব্দুর রব॥ বড়লেখায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অধিক যাত্রী পরিবহন ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত গাড়ী চালকসহ ১৮ জনকে জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাসেরবাজার ও চান্দগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। অভিযানে সহায়তা করেন বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও বড়লেখা থানা পুলিশ সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছে। এরপরও মানুষজন স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে চলাফেরা করছে। এতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বৃহ¯পতিবার দুপুরে উপজেলার দাসেরবাজার ও চান্দগ্রাম বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে মাস্ক না পরায় এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অধিক যাত্রী পরিবহনের দায়ে গাড়ী চালকসহ ১৮ জনকে ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মন্তব্য করুন