বড়লেখায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে  যাত্রী পরিবহনের দায়ে জরিমানা

August 20, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অধিক যাত্রী পরিবহন ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত গাড়ী চালকসহ ১৮ জনকে জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাসেরবাজার ও চান্দগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।  অভিযানে সহায়তা করেন বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও বড়লেখা থানা পুলিশ সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছে। এরপরও মানুষজন স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে চলাফেরা করছে। এতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বৃহ¯পতিবার দুপুরে উপজেলার দাসেরবাজার ও চান্দগ্রাম বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে মাস্ক না পরায় এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অধিক যাত্রী পরিবহনের দায়ে গাড়ী চালকসহ ১৮ জনকে ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com