বড়লেখায় ২৫৭ পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার ভট্টশ্রী, গোবিন্দপুর, সুজাউল ও মোহাম্মদনগর গ্রামের ২৫৭ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি ১২ মে বৃহস্পতিবার রাতে প্রধান অতিথি হিসেবে পৃথকভাবে এসব গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এতে ব্যয় হয়েছে ৬৯ লাখ ৪৪ হাজার টাকা।
বিদ্যুৎ সংযোগের অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি ছাড়াও অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক রঞ্জিত কুমার দাস, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, আ’লীগ নেতা খন্দকার আজিজুর রহমান পংঙ্কি, আব্দুল খালেক, রফিক উদ্দিন আহমদ, আবুল হোসেন আলম, কামাল হোসেন, ইউপি সদস্য আবুল কালাম, আবুল হোসেন আবু, ছায়েক আহমদ, সমাজসেবক মজির উদ্দিন, মুসলিম উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন