বড়লেখায় ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

May 2, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে সাম্প্রতিক অকাল বন্যায় হাকালুকি হাওরপারের ক্ষতিগ্রস্থ ৪ ইউনিয়নের ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
১ মে সোমবার পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যাদুর্গতদের হাতে ত্রা সামগ্রী তুলে দেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সুজানগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাওছার হামিদ, ইউনিয়ন আ’লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল।
অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার তালিমপুর ইউনিয়নের ২৬০, বর্ণি ইউনিয়নের ২০০, দাসেরবাজার ইউনিয়নের ৯০ ও সুজানগর ইউনিয়নের ১৫০ পরিবারের দুর্গত প্রতিটি পরিবার ১ কেজি তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ২ কেজি আটা ও ৫ কেজি আলু পেয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com