বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিন (৬২) করোনা উসগর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
শনিবার ১২ সেপ্টম্বর দূপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ^বিদ্যালয় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। প্রথমে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
তার মৃত্যুতে জেলা আওয়ামীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মমীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাজনীতির পাশাপাশি বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকা-ে জড়িত ছিলেন।
মোঃ আনোয়ার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্তব্য করুন