বড়লেখা ট্রাক চাপায় রিকশা চালক নিহত : আহত ২ আরোহী
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ৮ মে সোমবার বিকেলে কুলাউড়া-চান্দগ্রাম সড়কে দ্রুতগামী ট্রাক চাপায় নিয়াজ উদ্দিন (৩৬) নামে এক রিকশা চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছে ২ আরোহী। নিহত নিয়াজ উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাংকুল খন্দকার টিলার হোসেন মিয়ার ছেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাকারী ট্রাক তাৎক্ষণিক পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে রতুলি বাজার থেকে যাত্রী নিয়ে রিকশা (অটো) চালক নিয়াজ উদ্দিন দক্ষিণভাগ বাজারে যাচ্ছিলেন। কুলাউড়া-বড়লেখা সিএন্ডবি সড়কের কুমারপাড়া নামক স্থানে পিছন থেকে ছুটে আসা দ্রুতগামী ট্রাক রিকশাকে চাপা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রিকশা (অটো) চালক নিয়াজ উদ্দিন। স্থানীয় লোকজন গুরুতর আহত দুই রিকশা আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মন্তব্য করুন