বড়লেখা-বিয়ানীবাজার-জুড়ী সীমান্তে অভিযান ১ মাসে বিজিবি’র ৩২ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্ধার

July 4, 2016,

আবদুর রব॥ বড়লেখা, বিয়ানীবাজার, জুড়ী উপজেলাসহ ৫২ বিজিবি’র আওতাধীন সীমান্ত এলাকায় জুন মাসে ৩৭টি অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকার অবৈধ ভারতীয় চোরাচালান দ্রব্য উদ্ধার করা হয়েছে। বিজিবি উদ্ধারকৃত মালামাল মাদকদ্রব্য অধিদপ্তর, বনবিভাগ ও কাষ্টম্্সে জমা দিয়েছে।
৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিয়ানীবাজার সুত্রে জানা গেছে, গত জুন মাসে বড়লেখা উপজেলার লাতু, বিওসি কেছরিগুল, পাল্লাথল, বোবারথল, জুড়ী উপজেলার লাঠিটিলা, ফুলতলা, বটুলি, রাগনা, বিয়ানীবাজারের নয়াগ্রামসহ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সর্বমোট ৩৭ টি টহল পরিচালিত হয়। এরমধ্যে ২৩ অভিযানে বিজিবি ৫ লাখ ৭৬ হাজার ৯১০ টাকার ভারতীয় অবৈধ অফিসার্স চয়েজ মদ, ম্যাকডল মদ এবং ফেন্সিডিল উদ্ধার করে। ১৪ টি অভিযানে ২৬ লাখ ১৫ হাজার ৯১০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কাঠ, বাঁশ, গরু, কাপড়সহ অন্যান্য মালামাল উদ্ধার করে।
৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল নেয়ামুল কবির জানান, দেশের যুব সমাজকে মাদকমুক্ত করতে জুন মাসে ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে সর্বমোট ৩৭ টি টহল চালিয়ে ৩১ লাখ ৯২ হাজার ৫৩৫ টাকার ভারতীয় অবৈধ মাদকদ্রব্য, গরুসহ বিভিন্ন চোরাচালান সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালগুলো মাদকদ্রব্য অধিদপ্তর, বনবিভাগ ও কাষ্টম্্সে জমা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com