বড়লেখা সীমান্তে আটক ৯ ভারতীয় চোরাই গরুর নিলাম
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা থেকে শনিবার রাতে বোবারথল বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৯টি অবৈধ ভারতীয় চোরাই গরু আটক করেছে।
১৪ মে রোববার বিকেলে লাতু ক্যাম্পে অনুষ্ঠিত উন্মুক্ত নিলাম আটক গরুগুলো ২ লাখ ২৬ হাজার ৭শ’ টাকায় বিক্রয় করেছে কাস্টমস বিভাগ।
বিজিবি সুত্রে জানা গেছে, ৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল নেয়ামুল কবিরের তথ্যে ও বিএসএফের সহযোগিতায় বড়লেখার বোবারথল বিওপি’র টহল কমান্ডার হাবিলদার জসিম উদ্দিনের নেতৃত্বে শনিবার রাতে সীমান্তের ১৩৭৮ নম্বর পিলারের ভিতরের পেকুছড়া নামক এলাকা থেকে ৯টি অবৈধ ভারতীয় চোরাই গরু আটক করা হয়। এসময় চোরাকারবারীরা পালিয়ে যায়।
সহকারী কাস্টমস কর্মকর্তা হাফেজ উদ্দিন মন্ডল জানান, রোববার বিকেলে লাতু বিজিবি ক্যাম্পে আটক গরুগুলোর উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৯টি গরু ২ লাখ ২৬ হাজার ৭শ’ টাকায় বিক্রয় হয়েছে।
মন্তব্য করুন