ভাই আগুন দিয়ে পুড়িয়ে মারল ভাইকে!

May 2, 2017,

স্টাফ রিপোর্টার॥  জায়গা সম্পত্তির লোভে ভাইয়ের শরীরে পেট্রোল লাগিয়ে দেওয়া আগুনে মারা গেছেন আপন ভাই। মৌলভীবাজারের গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজারের নিতেস্বর গ্রামে ছোট ভাই মখলিছ মিয়া (৪৬) কে পুড়িয়ে মারলেন আপন বড় ভাই ছালিক মিয়া।
মঙ্গলবার ২ মে বিকাল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা যান।এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নিহত মখলিছ মিয়া নিতেশ্বর গ্রামের মৃত ইছাক উল্লাহর ৩ ছেলের মধ্যে তিনি ২য়। এ ঘটনায় নিহত মখলিছ মিয়ার স্ত্রী ই্য়াছমিন বেগম বাদী হয়ে নিহত মখলিছ মিয়ার ভাই ছালিকুর রহমান সহ তিনজনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা (মামলা নং ২ ধারা নং ৪৩৬/৩২৬/৩০৭) দায়ের করেছেন। থানায় দায়ের কৃত মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মখলিছ মিয়ার সাথে তার ভাই ছালিক মিয়ার জায়গা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিলো।
শুক্রবার ২৯ এপ্রিল রাত সাড়ে বারোটার দিকে মখলিছ মিয়ার গোয়াল ঘরে অগ্নি কান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহত মখলিছ মিয়ার চাচা আরফান উল্লাহ জানান, তিনি ঘুমন্ত অবস্থায় মানুষের চিৎকার শুনে ঘরের বাহিরে বেড়িয়ে আসেন,তখন তিনি দেখতে পান মখলিছ মিয়া আগুনে পুড়া জলন্ত শরীর নিয়ে তার বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দিয়ে তাকে বাঁচানোর জন্য চিৎকার করছেন। এ অবস্থা দেখে তখন মখলিছ মিয়া তার চাচা আরফান উল্লাহকে বলেন, তাকে তার ভাই ছালিক উল্লাহ গোয়াল ঘরে জুরপূর্বক ঢুকিয়ে শরিরে পেট্টল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি আরো জানান,

 

এসময় স্থানীয়রা মখলিছ মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপালে নিয়ে যান,পরে তাকে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও তার অবস্থার অবনতি হতে থাকে। এর পর উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মখলিছ মিয়ার নাঈম আহমদ (৪বছর), রাইশা আক্তার ( আড়াই বছর) ও নিশাত আহমদ নামের ৪ মাসের একটি শিশু সন্তান রয়েছে। মৌলভীবাজার মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুনুর রশীদ জানান, ঘটনার খবর পেয়ে আমরা মখলিছ মিয়ার গোয়াল ঘরে আগুন লাগার বিভিন্ন আলামত সংগ্রহ করি এবং তার বসত ঘরের বারান্দা থেকে একটি কন্টেইনার জব্দ করেছি। আমরা ধারনা করছি জব্দকৃত কন্টেইনারে পেট্টোল ছিল। এ ঘটনায় আমরা মামলা নিয়েছি ,এ বিষয়ে তদন্ত  ও আসামীদের গ্রেফতারের প্রচেষ্ঠা চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com