ভাষা সংগ্রামী, প্রবীন রাজনীতিবিদ, চা শ্রমিক নেতা মফিজ আলীর ১২ তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী লৌহ মানব মফিজ আলী

October 10, 2020,

নূরজাহান শিল্পী॥
অসহায় দুস্থদের জন্য যৌবন দিয়েছিলেন বিসর্জন
প্রতিবাদের ভাষা শ্রমিকদের ন্যায্য আদায়ের সংগ্রামে,
গেয়েছিলেন মুক্তির জয়গান।
চেতনার উদয়ের পথে যার অবদান
তিনি কমরেড নেতা মফিজ আলী মহিয়ান।
হাতে নিয়ে বজ্রবান হয়েছিলেন আগোয়ান,
অগ্নি অঙ্গ পুড়ে মাটির দেহে-
জগৎ জুড়ে ছড়িয়ে দিলেন জ্যোতি;
সপ্তর্ষি কালপুরুষ প্রাণের মায়া তুচ্ছ করে
মহা উদ্যমে ছুটে চলা দিকবিদিক।
ধনুকের ফলা নিক্ষেপ করেছিলেন সাম্রাজ্যবাদের চূড়ায়,
স্বপ্ন নিয়ে যার ছুটে চলা কাদামাটি জলে
অন্ধকার তলিয়ে আলোর পথে অগ্রযাত্রা অব্যাহত।
আদর্শে গড়েছিলেন জীবন, বিলাসিতায় নয়
বইয়ের পাতায় নেশা যার, মুখ গুঁজে পড়ুয়া সিদ্ধ সাধক।
মাটি ছুঁয়েই মাটির গানে-
মাটির দেহে আধ্যাত্মিক টানে।
ব্রিটিশের লৌহ কপাট যাকে আটকে রাখতে পারেনি-
মহাকাশের চোখজুড়ায়ে যার আলোর মিছিল;
বাংলার মানচিত্র অমানিশার অঘোর কালোরাত্রি পেরিয়ে
এনেছিলেন মুক্তির জয়গান।
কৃষক, কামার, কুমোর দিনমজুরের ঘামে
পূর্ণ হলেন, ধন্য হলেন ওদের হƒদয়ের দামে।
তিনি ভাষা সৈনিক কমরেড মফিজ আলী,
শ্রদ্ধায স্মরণিকা রচিলেন
ত্যাগের প্রস্ফুটিত অংকুর অমরত্বের পথে।

১৯.১২.২০১৯
কেন্ট, লন্ডন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com