(ভিডিওসহ) করোনা সংক্রমণ রোধে মাস্ক ছাড়া শহরে প্রবেশ নিষেধ-মৌলভীবাজার জেলা পুলিশ

July 28, 2020,

স্টাফ রিপোর্টার॥ প্রাণঘাতী করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই হাজার ছাড়ানোর অপেক্ষায় । এরই মধ্যে পবিত্র ঈদুল আজহা সমাগত। ঈদকে সামনে রেখে প্রবাসী অধ্যুসিত মৌলভীবাজার জেলা শহরে দিনদিন বাড়ছে লোক সমাগম। শহরের শপিংমল থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সব জায়গায় শারীরিক কিংবা সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে রয়েছে জনসচেতনার তীব্র অভাব। ঈদ যতই ঘনিয়ে আসছে শহরমূখী মানুষের তৎপরতাও তত বাড়ছে । এতে করে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখছেন সচেতন মহল।
এমন প্রেক্ষাপটে বসে নেই পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনী । জেলায় করোনা সংক্রমণ রোধে আগে থেকেই বেশ তৎপর দেখা গেছে পুলিশকে। সবশেষ আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জেলা পুলিশের তরফে করোনার সংক্রমণ রোধে শহরে প্রবেশ পথের বেশ কয়েকটি স্পটে মাস্ক ছাড়া শহরে প্রবেশ নিষেধ সংক্রান্ত ব্যানার টানানো হয়েছে।
মঙ্গলবার ২৮ জুলাই দুপুর ১টার দিকে শহরের পশ্চিমবাজারসহ একাধিক পয়েন্টে জনসচেতনতামূলক এই ব্যানার টানানোর কাজ শেষে শুরু হয় আনুষ্ঠানিক উদ্বোধন। এর আগের দিন সোমবার এই কার্যক্রম উদ্বোধন হওয়ার কথা থাকলেও ঐদিন প্রবল বৃষ্টি হওয়ার কারনে শেষ প্রর্যন্ত সেটি স্থগিত হয়ে যায়।
এর পর মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের পশ্চিমবাজার এলাকায় একাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন, পুলিশ সুপার ফারুক আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান (জিয়া), মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন, ওসি তদন্ত পরিমল চন্দ্র দেব, ওসি (অপারেশন) হুমায়ুন কবিরসহ ট্রাফিক পুলিশের ঊর্ধবতন কর্মকর্তারা।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, করোনার সংক্রমণ রোধে শহরে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবেনা, এটি বাস্তবায়নে পুলিশ সর্বোচ্চ শতভাগ চেষ্টা চালাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com