ভূমি নিয়ে বিরোধের জের, বড়লেখায় দুপক্ষের সংঘর্ষে আহত ১০ : গ্রেফতার ৪
March 11, 2025,
আব্দুর রব : বড়লেখায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার আছরের নামাজের পর উপজেলার পশ্চিম গাংকুল গ্রামের নতুন মসজিদ সংলগ্ন স্থানে।
আহতরা হলেন- লোকমান হোসেন (৩৫), ইমরুল ইসলাম (১৮), মাহতাব উদ্দিন (৬৫), আলাউদ্দিন (৪৫), নুর উদ্দিন (৬০), জোবায়ের আহমদ (২২), মনোয়ার আলী (৭০)।
হামলার ঘটনায় রাতেই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে। এরা হলেন- আলাউদ্দিন, আলী হোসেন, নুর উদ্দিন ও কবির আহমদ।
থানার ওসি আবুল কাশেম সরকার জানান, হামলা-সংঘর্ষের ঘটনায় আহত জোবায়ের আহমদ থানায় মামলা করেছেন। পুলিশ চার আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে।
মন্তব্য করুন