ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

November 19, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে  ১৯ নভেম্বর সোমবার জুড়ী উপজেলার দিলকুশ বাজার এলাকায়, গোয়ালবাড়ী এলাকায়, লাঠি টিলা এলাকায়সহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে আলাউদ্দিন ষ্টোরকে ৫ শত টাকা, আলি ভেরাইটিজ ষ্টোরকে ৫শত টাকা, মেসার্স খান ফামের্সীকে ৫ শত টাকা, খান ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকাসহ মোট ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন জুড়ী থানার পুলিশ ফোর্স। এছাড়াও দিলকুশ বাজারে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার জনগনের উপস্থতিতে ভোক্তা অধিকার আইন অধিকতর প্রচারের লক্ষ্যে একটি গণশুনানী আয়োজন করা হয়। উক্ত গণশুনানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে পণ্য বা সেবা প্রাপ্তিতে সচেতন হওয়ার জন্য আহবান করেন। ভোক্তা অধিকার আইন লঙ্গন সংক্রান্ত যেকোন অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে দায়ের করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com