ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান
January 16, 2019,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বুধবার ১৬ জানুয়ারী রাজনগর উপজেলার মোকামবাজার, খেয়াঘাটবাজার ও বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাদ্য পরিবেশন করা, মূল্য তালিকা না রাখা, কসমেটিক্সের প্যাকেটের গাঁয়ে নিজেরা অতিরিক্ত মূল্য লেখা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে জেবা এন্ড ফরহাদ রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা, সৌরভ ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকা, হাজী আবলুস ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকা, রঞ্জন দাশের সবজির দোকানকে ২ শত টাকাসহ মোট ৩ হাজার ২ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন রাজনগর থানার পুলিশ ফোর্স।
মন্তব্য করুন