ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

January 20, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার টিসি মার্কেট, পশ্চিমবাজারসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছ্।ে রবিবার ২০ জানুয়ারী বিকাল ৩ টা থেকে ৫টায় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মহিম দে ও  সদর মডেল থানা পুলিশ ফোর্স। অভিযানকালে টিসি মার্কেটের আলম মিয়ার মুরগির দোকানকে ২ হাজার টাকা, পশ্চিমবাজারে মাহমুদের মাছের দোকানকে ৫ শত টাকা, সুভাষ দেবের গুড়ের দোকানকে ৫ শত টাকা, সজল পালের গুড়ের দোকানকে ৫ শত টাকা, ইসরাইল মিয়ার গুড়ের দোকানকে ৫ শত টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন, উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, ছোট মাছ নিচে রেখে বড় মাছ উপরে সাজিয়ে ক্রেতার সাথে প্রতারণা করে বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে গুড় বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com