মতবিনিময় সভায় নন্দন পার্কের চেয়ারম্যান মৌলভীবাজারের পর্যটন উন্নয়নে সবসময় পাশে থাকবো
স্টাফ রিপোর্টার॥ পর্যটন জেলা হিসেবে মৌলভীবাজারের খ্যাতি বিশ্বময়, এ মাটির সন্তান হিসেবে নিজেকে নিয়ে গর্ভবোধ করি সবসময়। জেলার পর্যটন উন্নয়নে যা যা করার তার সবকিছুই নিস্বার্থ ভাবে আগামীতে করে যাব আমি । পর্যটন বিষয়ক মতবিনিময় সভা উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র নন্দন পার্কের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া ।
বৃহস্পতিবার ১৮মে সন্ধ্যায় মৌলভীবাজার শহরের অভিজাত মনসুন চাইনিজ রেষ্টুরেন্টে ট্যুরিজম এক্সিকিউটিব এসোসিয়েশন অব মৌলভীবাজার আয়োজিত মতবিনময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনলাইন নিউজ পোর্টাল রেডটাইমস বিডি টোয়েন্টিফোর ডট কম’র ষ্টাফ রিপোর্টার সাংবাদিক আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় ও রেডটাইমস বিডি টোয়েন্টিফোর ডট কম’র এডিটর ইন চীফ কবি সৌমিত্র দেব টিটুর সভাপতিত্ত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মসাহিদ আহমেদ, মতিউর রহমান, কবি পূলক কান্তি ধর ও বিশিষ্ট লেখক কবি নির্মেলেন্দু দাস মিলন প্রমুখ।
মন্তব্য করুন