মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

November 22, 2022,

পলি রানী দেবনাথ॥ মৌলভীবাজারে মহান বিজয় দিবস পালনের লক্ষে সমাজের সর্বস্তরের মানুষের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২২ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সঞ্চালনায় মহান বিজয় দিবস পালনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: বর্ণালী দাসসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারী বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সভাটি একটি জনাকীর্ণ সভায় রুপ নেয়। সভায় মহান বিজয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে বিভিন্ন প্রদক্ষেপ নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com