মহা ষষ্টির মধ্য দিয়ে শুরু হলো দুর্গা পুজা শনিবার দেবীর মহা সপ্তমী পূজা
October 9, 2016,
স্টাফ রিপোর্টার॥ পুজোর খুশির রং লাগলো শিউলি ফুলের ডালে। নাচে-গানে বিভোর সবে দেবী দূর্গার আগমনে। আর এই আগমনকে সামনে রেখে দেশের লক্ষ লক্ষ পূজা মন্ডপে পূজার আয়োজকরা দেবীর জন্য সাজিয়েছেন নানান বরণ ডালা। পিছিয়ে নেই মৌলভীবাজার জেলাও। মৌলভীবাজারের ৮১৫টি মন্ডপে শেষ হয়েছে আয়োজন। সম্পন্ন হয়েছে ষষ্ঠীবিহিত পূজা। শনিবার দেবীর মহা সপ্তমী পূর্জা। আর এই সপ্তমী পূর্জাকে সামনে রেখে শ্রীমঙ্গল যুব পূজামন্ডপ শুক্রবার রাতে ষষ্ঠীপূজা শেষে প্রদীপ প্রজ্জ্বলন ও ডাকের তালে তালে দেবীকে আহব্বান করে। এ সময় তাদের এই আহববানে সামিল হন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, ইউপি চেয়ারম্যান ভানুলাল রায় সহ জেলা ও উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতারা।
মন্তব্য করুন