মাতৃত্বকালীন ভাতা আ/ত্মসাতের সংবাদ করায় সাংবাদিককে হ/ত্যার হু/মকি

June 1, 2025,

জুড়ী প্রতিনিধি : জুড়ীতে মহিলা বিষয়ক অফিসের খন্ডকালীন এক কর্মকর্তার বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে। হতদরিদ্র ১৫/২০ জন মা মাতৃত্বকালীন ভাতার টাকা না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন। অভিযুক্ত ওই কর্মকর্তা বেশ কয়েকবছর ধরে অফিসে খন্ডকালীন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত থাকা অবস্থায় নিজেই প্রাইম ব্যাংকের এজেন্ট শাখা এনে ওই শাখায় হতদরিদ্র মহিলাদের অ্যাকাউন্ট খুলে প্রতারণা করে তাদের মাতৃত্বকালীন ভাতার  টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

এ নিয়ে সংবাদ প্রকাশ করায় জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি, মাইটিভি ও ডেইলি অবজারভার পত্রিকার জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম কে হত্যার হুমকি দিয়েছে অভিযুক্ত সাব্বির আহমেদ।

জানা যায়, কয়েকদিন থেকে জুড়ী উপজেলার মোবাইল ব্যাংকিং ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সরকার থেকে প্রাপ্য মাতৃত্বকালীন ভাতা গ্রাহকগন অভিযোগ করে আসছিলেন যে, তাদের টাকা জুড়ী উপজেলা মহিলা বিষয়ক অফিসের লোকদের মাধ্যমে আত্মসাৎ করে নিয়ে যাওয়া হচ্ছে। এনিয়ে সাংবাদিক মনিরুল ইসলাম সহ গনমাধ্যম কর্মীরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে এরকম বিষয় অনুসন্ধান করার এক পর্যায়ে গত ২৮ মে বুধবার দুপুরে উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখে ভূক্তভোগী প্রায় ১৫জন মহিলার ভিডিও বক্তব্য নেন। তারা মহিলা বিষয়ক অফিসে কর্মরত লোকদের দায়ী করে বক্তব্য দেন। নিয়মানুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা সুজা দৌলার সাথে সাক্ষাত করে এ বিষয়ে তার বক্তব্য নিতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। এ নিয়ে ভূক্তভোগী মহিলাদের বক্তব্য ও সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য দিতে না চাওয়ার ভিডিওসহ একটি সংবাদ প্রচার হয়। সংবাদ প্রচারের পর ৩০ মে শুক্রবার অনুমান সাড়ে তিন ঘটিকার সময় ০১৭১৭৭২১৯৮২ ও ০১৭২৩৪৪৬১১৩ এই দুই নাম্বার থেকে অভিযুক্ত সাব্বির আহমেদ নামে একজন মনিরুলকে ফোন দিয়ে সংবাদ কেন প্রচার করা হলো তা উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দা দিয়ে কুপিয়ে প্রাণে হত্যার হুমকি দেন। অভিযুক্ত  সাব্বির আহমেদ (৩৩) জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর সাগরনাল গ্রামের মৃত সামছ উদ্দিনের ছেলে।

এ বিষয়ে সাংবাদিক মনিরুল ইসলাম জানান, আমি হুমকির কল রেকর্ড করে জুড়ী থানার অফিসার ইনচার্জের অফিসিয়াল নাম্বার ০১৩২০১১৯৯৩১ এ প্রেরণ করেছি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি।

হুমকির বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, হত্যার হুমকির অডিও শুনেছি। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com