মাদরাসা থেকে একমাত্র এ প্লাস পেল রুশনা

May 21, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার জেলায় মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে পরীক্ষায় উক্তির্ণ ১ হাজার ৯শত ৩৪জন শিক্ষার্থীর মধ্যে একমাত্র এপ্লাস পেয়েছে রুশনা। সে জেলার কুলাউড়া উপজেলার মাইজগাঁও গ্রামের ফিরুজ মিয়ার মেয়ে। রুশনা কুলাউড়ার ভাটেরা সাইফুল তাহমিনা মদিনাতুল উলুম দাখিল মাদরাসা থেকে সাধারণ বিভাগে পরীক্ষায় অংশ গ্রহণ করে।
রুশনা ছেলেদের পিছনে ফেলে এবং জেলার মধ্যে একমাত্র এপ্লাস পাওয়ায় মাদ্রাসা ও এলাকা জুড়ে আনন্দ বিরাজ করছে। এ আনন্দে রুশনার পরিবার প্রতিবেশিদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
জানা যায়, অদম্য মেধাবী রুশনা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। পারিবারিক অভাব-অনটনের মধ্যেও সে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে। লেখাপড়ার জন্য ছিল না প্রয়োজনীয় বই। প্রতিকূলতার মধ্যেও সে তার লেখাপড়া চালিয়ে যায়। স্বপ্ন পূরনে রুশনা ছিল দূঢ় প্রত্যয়ী।
মেধাবী রুশনা পিএসসি ও জেডেসি পরীক্ষায় জিপি৫ পেয়েছে। রুশনা লেখাপড়া শেষ করে ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখছে। ৫ ভাই ৩ বোনের মধ্যে সে পঞ্চম।
রুশনার বড়ভাই আল-আমিন জানান, রুশনার ফলাফলে আমরা ও আত্মীয় স্বজন সবাই আনন্দিত। সে যেন তার লক্ষে পৌছাতে পারে এই দোয়া সকলের কাছে কামনা করি। উল্লেখ্য, এবছর মাদ্রাসা বোর্ডে ২ হাজার ৮শত পরীক্ষার্থীর মধ্যে উক্তির্ণ হয়েছেন ১হাজার ৯শত ৪৩জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com