মায়ের উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

June 20, 2024,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় গলায় ফাঁস লাগিয়ে অলিউর রহমান কাওসার (১৮) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।

বুধবার ১৯ জুন দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুইগাঁওয়ে ওই তরুণের ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কাওসার ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থ বিষয়টি নিশ্চিত করে জানান, মানসিক ভারসাম্যহীন কাওসার বুধবার সকালে মায়ের কাছে কিছু টাকা চেয়েছিলেন। তার মা টাকা না দেওয়ায় অভিমান করে পরিবারের অজান্তে দুপুরের কোনো একসময় ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com