(ভিডিও সহ) মুঠোফোনে ছবি দেখে সাংবাদিক শাহজাহানের উপর দু*র্বৃত্তদের হা*মলা

March 19, 2025,

স্টাফ রিপোর্টার : দৈনিক রূপালী বাংলাদেশ মৌলভীবাজারের নিজেস্ব প্রতিবেদক, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য মো: শাহজাহান মিয়ার এর উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করে।

মঙ্গলবার ১৮ মার্চ অনুমান রাত সাড়ে ৯ টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল জামে মসজিদের ওজু খানার ভেতর ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে সাংবাদিক শাহজাহান বের হয়ে পাশের অজু খানায় যান। অজু খানার সবদিক লোহার গ্রীল দিয়ে আটকানো। শুধু পূর্বদিকে প্রবেশের গেইট রয়েছে। অজু খানায় প্রবেশের পর উৎপেতে থাকা ৮-১০ জন কিশোর ও যুবক তার পেছন দিয়ে  প্রবেশ করে। এসময় মুঠোফোনে থাকা ছবি দেখে দুর্বৃত্তরা সাংবাদিক শাহজাহানের উপর হামলা চালায়। শাহজাহানের চিৎকারের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে পাশে থাকা হাসপাতালে ভর্তি করা হয়। তবে হামলাকারীদের প্রত্যেকের মুখে মাস্ক পড়া ছিল। তবে কি কারণে এ হামলা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এনিয়ে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত গডফাদার ও হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত সময়ে চিহ্নিত করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান আমরা হাসপাতালে গিয়ে উনাকে দেখেছি। যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com