মেডিকেল কলেজের দাবিতে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে সমাবেশ ও গণ স্বাক্ষর অভিযান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে দ্রুত সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে ব্যাপক কার্যক্রম শুরু করেছে জেলার সামাজিক সংগঠনগুলো। প্রায় প্রতিদিনই বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান সমূহে দাবি আদায়ের লক্ষে অহিংস কর্মসূচি পালন করে যাচ্ছে জেলার সামাজিক সংগঠনগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ ও মৌলভীবাজারে মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসঅ্যাপ ক্যাম্পেইন গ্রুপ। বর্তমান সময়ের আলোচিত এই দাবির লক্ষে এবার মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে সমাবেশ ও ব্যাপক গণস্বাক্ষও কর্মসূচি পালন করেছে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার।
শনিবার ১৩ অক্টোবর দুপুর ১২টার দিকে বৃষ্টি উপেক্ষা করে ২৫০ শয্যা হাসপাতালের নতুন বিল্ডিংয়ের সামনে গণ স্বাক্ষর কর্মসূচি পালনের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় সংগঠনটির পক্ষ থেকে। সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ ও মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসঅ্যাপ ক্যাম্পেইন গ্রুপ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম এর প্রাণবন্ত সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ও নাট্যজন খালেদ চৌধুরী। এসময় নিজ হাসপাতালে এমন আয়োজনে হাসপাতালের কর্তাব্যক্তিরাও শামিল হন অহিংস এই দাবি আদায়ের কর্মসূচিতে। দাবি আদায়ের লক্ষে এমন কর্মসূচিতে নিজেদের সমর্থনও ব্যক্ত করেন ২৫০ শয্যা হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তারা। হাসপাতালে দালালদের উৎপাতসহ নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন তারা।
এ সময় উদ্বোধকের বক্তব্য রাখেন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ পার্থ সারথি দত্ত কাননগো, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পলাশ রায়,। এ ছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক বকসী ইকবাল আহমদ, সহ-সভাপতি একে এম আকলু, রুয়েল আহমদ, মাহমুদুর রহমান, সেলিনা আলাউদ্দিন, এম মুহিবুর রহমান মুহিব।
যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ শাহেদ আলী, শামিম আহমদ, ইহাম মোজাহিদ, শোয়েব আহমদ। সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলী আহমদ, সহ- সাংগঠনিক সম্পাদক শামছু মিয়া, ফয়ছল মনসুর, কোষাধ্যক্ষ জুয়েল আহমদ, সহ- আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: শাহজাহান মিয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদ আহমদ, দপ্তর সম্পাদক তাকদীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক আহমেদ রুবেল, সাংস্কৃতিক সম্পাদক দুরুদ আহমদ, পরিবেশ সম্পাদক তাজুল চৌধুরী প্রমূখ। সার্বিক সহযোগিতা করেন হারুন উর রশীদ আরজান, নার্সিং সুপারভাইজার জয়ন্তী রানী, রেবেকা সুলতানা, হাসপাতালের হিসাব রক্ষক ফয়েজ আলী সুমন, ষ্টোর কিপার মোশারফ হোসেনসহ সকল স্টাফ ও নার্সরা ।
সমাবেশ শেষে গণস্বাক্ষর কর্মসূচিতে ব্যাপক উৎসাহ নিয়ে একাতœতা পোষন করে স্বাক্ষর করেন হাপাতালের কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীরাসহ প্রায় কয়েকশ সচেতন নাগরীকবৃন্দ।
বক্তব্যে বক্তরা বলেন ২৫ লক্ষ মানুষের প্রানের দাবী অবিলম্বে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা । তাই ২৫ লক্ষ মানুষের দাবী আদায়ে চলমান গণসাক্ষর কর্মসুচী।
মন্তব্য করুন