মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা প্রদান- কুলাউড়ায় ইমাম-মোয়াজ্জিন ও এতিম ছাত্রদের মধ্যে প্রবাসীর ভালোবাসার খাম

May 17, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা পরিস্থিতিতে সৃষ্ট দূর্যোগের মুহুর্তে উপজেলার অস্বচ্ছল ইমাম-মোয়াজ্জিনদের পাশে মানবিক সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যস্থ কমিউনিটি লিডার, ইউকে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সভাপতি এম এ মুনিম। ১৭ মে রোববার দুপুরে তাঁর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ১১৫ জন ইমাম-মোয়াজ্জিন ও কামারকান্দি আখতারুন্নেছা আছিয়া বেগম এতিমখানার ১৯ জন ছাত্রদের মধ্যে খামের ভেতর নগদ ১ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।

উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে খতিব মাওলানা মোঃ আহসান উদ্দিনের পরিচালনায় ও অর্থদাতার বড় ভাই কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদের তত্বাবধানে অর্থ বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, কেবিসি নিউজের বার্তা প্রধান মোঃ আতিকুর রহমান আখই, উপজেলা কেন্দ্রীয় মসজিদ কমিটির সম্পাদক সফি আহমদ জুয়েল প্রমুখ। উল্লেখ্য, লন্ডন প্রবাসী এম এ মুনিম কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মরহুম মোঃ আব্দুর রউফ এর জৈষ্ট ভ্রাতা। প্রবাসী মুনিমসহ তাঁদের পরিবার ও মরহুম আব্দুর রউফের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা মোঃ আহসান উদ্দিন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com