মৌভীবাজার-১ আসন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা ভোট দিন -হুইপ শাহাব উদ্দিন

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের মহাজোট প্রার্থী হুইপ শাহাব উদ্দিনকে বিজয়ী করতে নৌকার সমর্থনে উপজেলা মহিলা আ’লীগ বুধবার মহিলা সমাবেশ করেছে। উপজেলা মহিলা লীগের সভাপতি হুইপ পতিœ শিরিন আকতারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রভাষক ফারজানা আক্তার রুনির পরিচালনায় সানাই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুইপ শাহাব উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশ এগিয়ে যায়। গত ১০ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ, দরিদ্র, অসহায় ও অসচ্ছল মানুষের বিশেষ করে মহিলাদের ভাগ্যের উন্নয়নসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে আগামি ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারও বিজয়ী করতে নৌকা প্রতীকে ভোট দিতে তিনি মা-বোনদের প্রতি উদাত্ত্ব আহবান জানান।
নারী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক ও পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, ডা. ফয়েজ আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা কফিল উদ্দিন, জেলা পরিষদ সদস্য শহীদুল আলম শিমুল, সংরক্ষিত মহিলা সদস্যা জুবেদা ইকবাল, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি রোকশানা বেগম, মহিলা লীগের নেত্রী রায়না বেগম, রোকেয়া বেগম, খাসিয়া মহিলা নেত্রী তামলিমন বারে, শ্রীমতি গীতা বাউরি, হুইপ পুত্র লন্ডন প্রবাসী জাকির হোসেন ঝুমন, সঞ্চিতা দাস, শিখা রানি দাস প্রমুখ। সমাবেশে বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন ফোরামের সহ¯্রাধিক মহিলা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন