মৌলভীবাজারের অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল সোমবার ২৩ জুন এম সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেয়। দলগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, বুড়িগঙ্গা ও সুরমা। মোট ৪৮ জন খুদে ক্রিকেটার এতে অংশগ্রহণ করে।
জেলা ক্রিকেট প্রশিক্ষক কোচ রেজওয়ান মজুমদার রুমান এর তত্ত্বাবধানে দিন শেষে রোমাঞ্চকর ফাইনাল খেলায় মেঘনা দল ১ উইকেটে বুড়িগঙ্গা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলেখেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী র খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাজহারুল মজিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাব্বির আহমদ চৌধুরী ও নজরুল ইসলাম মুহিব, জেলা বিএনপি আহব্বায়ক সদস্য ও ক্রীড়া অনুরাগী মনোয়ার আহমদ রহমান, হানিফ মোহাম্মদ খান, নিয়াজ, ইনামূল হক রিপন, সিপন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি খুদে ক্রিকেটারের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়। দশম দেশ হিসেবে ২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। ১০ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০সালে ঢাকায় নিজেদের প্রথম টেস্ট ম্যাচে অংশ নিয়েছিল বাংলাদেশ।
মন্তব্য করুন