মৌলভীবাজারের কুলাউড়ার মনু রেলওয়ে ষ্টেশন চালুর দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারেরর কুলাউড়া উপজেলার মনু রেলওয়ে ষ্টেশন পূনরায় চালু ও ডেমু ট্রেন সহ অন্যান্য ট্রেনের স্টপেজের দাবীতে মানব বন্ধন করেছে এলাকাবাসী।
১৮ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯ ঘটিকায় হাজীপুর ইউনিয়ন বাসীর আয়োজনে ষ্টেশন এলাকায় ঘন্টা ব্যাপী এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ডেমু ট্রেন বেশ কিছু সময় আটকে রাখে এলাকাবাসী।
মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তারা বলেন, ষ্টেশনটির আধুনিকায়ন,বিদ্যুৎ সংযোগ প্রদান, ডেমু ট্রেন সহ সকল লোকাল ট্রেনের স্টপিজ এবং ঢাকাগামী যে কোন একটি আন্ত:নগর ট্রেনের স্টপিজের দাবী করেন।
মানব বন্ধনে বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আব্দুল বাছিত বাচ্চু, যুক্তরাষ্ট্র প্রবাসী এ,আর, নোমান আহমদ চৌধুরী, রেজাউর রহমান চৌধুরী সহ অন্যরা।
ষ্টেশনটি চালু হলে কুলাউড়া উপজেলার মনু রেলওয়ে ষ্টেশন দিয়ে তিনটি ইউনিয়নের সাধারণ মানুষ এবং কয়েক শত ছাত্র/ছাত্রী কুলাউড়া ও সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সুবিধা পাবে।
মন্তব্য করুন