মৌলভীবাজারের শেরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ ৮ ডাকাত আটক
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আঞ্চলিক রোডে শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আন্ত;জেলা ডাকাত দলের ৮ ডাকাতকে পুলিশ আটক করেছে। পুলিশি অভিযান আঁচ করতে পারায় আরো অন্তত সাত থেকে আটজন ডাকাত পালিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচাজ অকিল উদ্দিন আহম্মদ শনিবার ১৪ মে দূপুরে প্রেস বিফিং করে জানান, শুক্রবার দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, শেরপুর আঞ্চলিক রোডে র”হিন মিয়া নামক পরিত্যক্ত একটি পেট্্েরাল পাম্পে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সময় মৌলভীবাজার মডেল থানার একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করে। এ সময় ডাকাতদের কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র (পাইপগান), ১ (এক) রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি (কার্তুজ), ৪টি রামদা, ১টি কিরিচ, ২টি দরজা ভঙ্গার যন্ত্র ও একটি লোহার পাইপ।
আটককৃতরা হলো ইউছুফ (২২), মোঃ আব্দুল কাইয়ুম (২০), কামর”ল (২১), আমির হোসেন (২৫), শুক্কুর (২৫), আব্দুছ ছালাম (২৫), আব্দুল মতিন (৩৫), মোঃ এমরান(২২), সর্ব থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ।
পুলিশ জানায়, এদের বিরোদ্ধে মৌলভীবাজার ,সিলেটসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
মন্তব্য করুন