মৌলভীবাজারের শ্যামরকোনায় মোটরসাইকেল দুর্ঘ/টনায় নি/হত ৩

June 9, 2025,

স্টাফ রিপোর্টার : শমসেরনগর সড়কের শ্যামরকোনা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার ৭ জুন রাত ৯টার দিকে বনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে দ্রুত গতিতে এসে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে ৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, শ্যমরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবের মিয়া (২২) রামচন্দ্রপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কামরুল মিয়া (১৮)।

আহত মাহবুব মিয়া (২০) কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com