মৌলভীবাজারের ৪ দিন ব্যাপী কৃষি প্রযুক্তির মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এবং সমন্নিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের সহযোগিতায় ৪ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার ২০ এপ্রিল সকাল ১১টায় জেলা প্রশাসন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। মাঠে আয়োজিত ৪ দিন ব্যাপি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান।
পরে মেলা প্রাঙ্গনে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ পরিচালক মোঃ শাহজাহান প্রমুখ।
মেলায় বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন অতিথি বৃন্দ। মেলায় ২০টি স্টল বসেছে, আগামী ২৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল স্তরের মানুষের জন্য উম্মোক্ত থাকবে।
মন্তব্য করুন