মৌলভীবাজারে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোাগানে তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে অনুর্ধ্ব ১৪ অ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু হয়েছে।
১৫মে বৃহস্পতিবার বিকেলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এম. সাইফুর রহমান স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৪ অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২৪-২৫ অর্থ বছরের আওতায় শুরু হওয়া এ্যাথলেটিক্স প্রশিক্ষণ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রশিক্ষণ চলবে।
তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রশিক্ষণ। প্রশিক্ষন প্রদান করছেন জেলা অ্যাথলেটিক্স প্রশিক্ষক ফজলুল হক মনা। জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার এ,বি,এম ছাইফুদ্দিন মো: ইয়াহইয়া , সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
মন্তব্য করুন