মৌলভীবাজারে আপগ্রেড পল্লী সমাজ ঘোষণা
April 26, 2017,
হোসাইন আহমদ॥ মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়ন কমপ্লেক্সে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় ২৫ এপ্রিল মঙ্গলবার সকালে অলহা, আমতৈল, খুশালপুর, মাসকান্দি ও বগারগাঁও পল্লীসমাজকে আপগ্রেড ঘোষনা করা হয়।
পল্লী সমাজের সভা প্রধান সাজনা বেগম এর সভাপতিত্বে ও ব্র্যাক সিইপি কর্মসূচির ফিল্ড অর্গানাইজার দুলাল দেব এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব অমল জ্যোতি দাশ, মহিলা সদস্য রতনা মালাকার, নাছিমা বেগম, ইউপি সদস্য ছোরাব আলী ও ব্র্যাক সিইপি কর্মসূচির জেলা ব্যবস্থাপক তারিক আজিজসহ এলাকার বিভিন্ন পর্যায়ের সমাজকর্মীবৃন্দ।
এদিকে সকালে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ে মৌলভীবাজার গন-নাটক দলের পরিচালনায় জারি গানের আয়োজন করা হয়।
মন্তব্য করুন