মৌলভীবাজারে উদীচীর সুবর্ণজয়ন্তী পালন

স্টাফ রিপোর্টার॥ গণসংস্কৃতি আন্দোলনের সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পঞ্চাশ বছর পারি দেওয়ার সুবর্ণজয়ন্তী মৌলভীবাজারে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। ২৯ অক্টোবর সোমবার বিকেলে এ উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদ আয়োজন করে শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা জানানো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বিকেলে মৌলভীবাজার স্থানীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের কোর্ট রোড, চৌমোহনা এলাকা প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে ফিরে আসে। এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সহসভাপতি জহরলাল দত্ত। উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, সিপিবি জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন ও উদীচী জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক লোকশিল্পী মীর ইউছুফ। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে উদীচীর নেতৃত্বদানকারীদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। উদীচীতে বিশেষ অবদানের জন্য কেন্দ্রীয় উদীচীর পক্ষ থেকে সারা দেশের ৫০ জনকে সম্মাননা জানানো হচ্ছে। তারমধ্যে একজন সৈয়দ আবু জাফর আহমদ। তিনি কেন্দ্রের আয়োজনে উপস্থিত থাকতে না পারায় কেন্দ্রের পক্ষ থেকে জেলা উদীচী তাঁকে সেই সম্মাননা জানায়। আলোচনা ও সম্মাননা প্রদান শেষে উদীচীর শিল্পীরা দলীয় ও জাতীয় সংগীত পরিবেশন করেন। সবশেষে মৌলভীবাজারের সাংস্কৃতিক প্রতিষ্ঠান গানপাঠশালা এবং উদীচী জেলা সংসদের শিল্পীরা পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মন্তব্য করুন