মৌলভীবাজারে উলামা মাশায়েখ ও তৌহিদী জনতার স্মারকলিপি

স্টাফ রিপোর্টার: জেলার উলামা মাশায়েখ ও সর্বস্থরের তৌহিদী-জনতার পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার ২৩ ডিসেম্বর সকালে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার উদ্যাগে মিছিল সহকারি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
চলতি বছরের ১৮ ডিসেম্বর টংগী ইজতিমার ময়দানে গভীর রাতে ঘুমন্ত ওলামায়ে কেরাম,তাবলীগের সাথী ও ছাত্রদের উপর উগ্র সা’দপন্থী সন্ত্রাসীদের হামলায় ৪ জন নিহত ও অসংখ্য আহত হন। এই হত্যাকান্ড ও সন্ত্রাসী হামলার প্রতিবাদ, এই ঘটনার নেপথ্যের ইন্ধনদাতা, হত্যার বিচার এবং মৌলভীবাজারসহ সারা দেশে উগ্র সা’দপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান উলামা মাশায়েখরা।
স্মারকলিপি প্রদানের সময় উলামা মাশায়েখরা হুঁশিয়ারি দিয়ে বলেন, উগ্রবাদী ও জঙ্গী সাদপন্থী সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণ এবং তাদের সার্বিক কর্মকান্ড বন্ধ করতে হবে। তারা চাচ্ছে ভারতের মদদে এদেশে আলেম উলামার মধ্যে ফেতনা সৃষ্টি করতে এবং তাবলীগ জামাতসহ ইসলামপন্থী মানুষদের বির্তর্কিত করতে। তাদের সকল ষড়যন্ত্র জাতির কাছে পরিস্কার। তাদের এই হীন চক্রান্তমূলক উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেওয়া হবেনা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন মাওলানা শেখ শামসুজ্জোহা, মাওলানা মো: মগনী, মো: ফখরুজ্জামান, মো: আব্দুল মতিন,মো: বদরুজ্জামান,মো: ফরিদুদ্দীন প্রমুখ।
মন্তব্য করুন