মৌলভীবাজারে একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার : সংবাদ নয় সংযোগ এই স্লোগানে শুরু হওয়া একাত্তর টেলিভিশন ১৩ বছর পেরিয়ে পা রাখলো ১৪ বছরে।
শনিবার ২১ জুন একাত্তর টেলিভিশনের জন্মদিনকে স্মরনীয় করে রাখতে দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও জেলার সাংবাদিকদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
এদিকে এই দীর্ঘ পথচলায় এবার ২৪ এর চেতনাকে ধারন করে একাত্তর টিভির শ্লোগান ছিলো সংবাদে, সংযোগে, আস্থায় ও বিশ্বাসে। এদিকে
মৌলভীবাজার জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমেদ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সদস্য সচিব ও বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক বকসি মিছবাউর রহমান, এনটিভির স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, ইমজার সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এখন টিভির প্রতিনিধি এমএ হামিদ, দিনকাল প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউট এড. নিয়ামুল হক, সাপ্তাহিক সমাচার সম্পাদক আবদাল মাহবুব কোরেশী, জেলা পলিসি ফোরামের সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, যায়যায়দিন প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, রুপালি বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. শাহজাহান আহমেদ কালেরকন্ঠ জেলা প্রতিনিধি সাইফুল ইসলামসহ সুশীল সমাজের প্রতিনিধি ও জেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা একাত্তর টেলিভিশনের আগামী দিনের পথচলা যেন আরো সুন্দর হয়, একাত্তর যেনো মুক্তিযোদ্ধের চেতনার ২৪ এর গণঅভ্যুত্থানকে বুকে লালন করে এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি গণমানুষের ও দেশের কথা বলে আস্থা অর্জন করে সুনাম অক্ষুন্ন রাখতে পারে সেই কামনা করেন।
মন্তব্য করুন