মৌলভীবাজারে করোনায় আক্রান্ত ১৫৯ জন

August 19, 2021,

ইমাদ উদ দীন॥ প্রবাসী ও পর্যটন অধ্যুষিত সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান। গেল ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৫৯ জন। ১৯ আগষ্ট বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৪৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৩৪৯ জন। গেল ২৪ ঘণ্টায় জেলায় ৯০ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৪৯১ জন। নতুন শনাক্ত ১৫৯ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৩১ জন, জুড়ীর ১২ জন, শ্রীমঙ্গলের ৭ জন, কমলগঞ্জের ৬৩ জন, বড়লেখার ৪ জন, কুলাউড়ায় ২৯ জন, রাজনগরে ১৩ জন। এ পর্যন্ত করোনায় মৌলভীবাজারে ৬৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৩৮ জন রয়েছেন। তবে বেসরকারী হিসেবে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারাগেছেন ১১৫ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com