মৌলভীবাজারে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩ জুন দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পিএফএস এবং নন-পিএফএস সদস্যদের নিয়ে এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ জালাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ ফরহাদ মিয়া, সদর উপজেলা কৃষি অফিসার এস.এম.নাগিব মাহফুজ, কৃষি সম্প্রসারণ অফিসার রবিন চৌধুরী।
উক্ত পার্টনার কংগ্রেসে উত্তম কৃষি চর্চা এর মাধ্যমে ফসল উৎপাদন, পিএফএস সমূহকে ফার্মার্স সার্ভিস সেন্টারে রুপান্তর, উচ্চ মূল্যের ফসল উৎপাদন ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পিএফএস ও নন পিএফএস কৃষক সহ ১০০ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন