মৌলভীবাজারে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
January 5, 2023,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সফল সংগ্রামের ৭৫ বছর উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ জানুয়ারি শহরের চৌমুহনা চত্বরে জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ফজলুর রহমান। কেক কাটা ও আনন্দ র্যালীতে জেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন