মৌলভীবাজারে জঙ্গিবাদের বিরুদ্ধে আলহাজ্ব মো: মখলিছুর রহমান ডিগ্রী কলেজ মানববন্ধন (ভিডিও সহ)

August 1, 2016,

মাহবুবুর রহমান রাহেল॥ গুলশানের হলি আর্টিজানে ও কিশোরগঞ্জে জঙ্গি হামলা সহ সকল জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে আলহাজ্ব মো: মখলিছুর রহমান ডিগ্রী কলেজ।

Sequence-11_8 সোমবার ১ আগস্ট ইফসুফনগর (রাতগাঁও) এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Sequence-11_6মানববন্ধন বক্তব্য রাখেন, কলেজের আজীবন দাতা সদস্য মো: মুজিবুর রহমান মুজিব, প্রভাষক পৌরনীতি ও সুশাসন নিরুপম দাশ, প্রভাষক অর্ধেন্দু বিকাশ দে ,প্রভাষক কাকলী ভট্রাচায্য,প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক,প্রভাষক কাজল মিশ্র,

Sequence-11_4প্রভাষক সুদপি ভট্রাচার্য,প্রভাষক আব্দুল কাদির চেšধুরী, সাপ্তাহিক পাতা কুড়িঁর দেশ সম্পাদক নুরুল ইসলাম শেফুল,দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো: মাহবুবুর রহমান রাহেল, সন্ধাবানী প্রতিনিধি মতিউর রহমান প্রমুখ।

Sequence-11_1এ সময় বক্তারা জঙ্গিদের উত্থান ঠেকাতে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com